ভালবাসি তারুণ্য
ভালোবাসি মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে, ভালোবাসি মায়াভরা এ গ্রহের প্রতিটি প্রান্তর,
ভালোবাসি পৃথিবীর সবুজের সমারোহ,
ভালবাসি জলের বিচিত্র নাচন,
ভালোবাসি মানুষের নিষ্পাপ হাসি,
ভালোবাসি সুন্দরকে বাঁচাতে
মানুষের আজন্ম সংগ্রাম।
2021-09-28