ভালোবাসো?
মিথ্যা বলতে ভয় হয় না?
কানের ইয়ারপিসে বাজতে থাকা
করুণ সুরের মূর্ছনা,
কাঠগোলাপের দিকে হতাশ চাহনি,
ঠোঁটের কোনে লেগে থাকা রহস্যময় হাসি ৷
শাস্ত্রে কী একেই প্রেম বলে?
তোমার লেখা আধাপাকা কবিতা,
যার প্রতিটা লাইনে এক সমুদ্র দীর্ঘশ্বাস ৷
অজানা কারনে বুকের ভেতর গভীর ছিদ্র ৷
একেই কী বলে প্রেম নদীতে সলিল সমাধি?
তোমার কল্পনায় গড়ে ওঠা ছোটগল্প,
তোমার অসমাপ্ত উপন্যাস,
তোমার না বলা কথার অপ্রকাশিত রচনাবলী ৷
তা কী তোমার মনের মধ্যে গড়ে ওঠা সুউচ্চ পর্বতমালা?
তোমার মনের পিপাসা মিটাতে,
“তার” মনের জলধিতে ডেকে আনো জলোচ্ছ্বাস ৷
তুমি কাউকে ভালোবাসো না ৷
স্বার্থপর তুমি, ভালোবাসো শুধু নিজেকে ৷