দাঁড়িয়েছো কেন,পথ বন্ধ নাকি?
ভালো করে দেখো দেখি
আরেকটি পথ যে,
পাশে দিচ্ছে উঁকি।
থেমে যেও না যেনো
চলতে থাকো,
পুরো জীবনটাই যে রইলো বাকি।
তুমি তো আর গাছ নও
থমকে থাকবে দিব্যি,
পা দুটো তো আছে
দাঁড়িয়ে থাকা মিছে।
বুঝি মনে অচলতা রয়
কারুর কথা মনে পড়ে সবসময়,
তা কেন ভাই?
কেহ মন্দ বলেছে তাই।
তা বলে হাউ-মাউ করে কাঁদবে
অশ্রু ঢেলে ঢেলে
রাত্রি-দিন কাটবে,
তাতে কী সব বদলাবে?
কেউ কষ্ট দিয়েছে নানান ছলে
কইছে কতক কটু তোমারে,
তা বলে কান্নার জলে
নিজেরে ভাসিয়ে দিলে।
চক্ষু মেলে খুঁজো যারে,
দৃষ্টির অগোচরে ভুলেছে তোমারে
শুধু তুমিই কেনো,
কেঁদে কেটে মরো।
তা আমি বলি কী,
যা হয়েছে বেশ হয়েছে
এবার অন্তত সত্যটি নাও সহজে।
ডুবতে থাকা তরী হতে
সাঁতরিয়ে এসে যাও কূলে,
দেখো তো চোখ মেলে
দীর্ঘপথ রইছে পড়ে
সহস্র স্বপ্ন জেগে উঠে
শুষ্ক ফুলটিও প্রভাতে
ভারি রূপকর পুষ্প হয়ে ফুটে।
এত অল্পতেই মরতে চাও?
তা কেনো ভাই?
বেঁচে তো দেখো,
দেখবে মরার চেয়েও
বাঁচাটাই ভালো।
সুখ,দুংখ,শোক আসুক যা
করো না ভাই অযথা,
মিছামিছি কান্নাকাটি
ভাগ্যরে দিয়ে শত লাথি
অপররে তোষে করোনা হানাহানি
ক্ষমা করে দাও,
ক্ষমা করো আপনি।
কেবল থেমো না,
দাঁড়িয়ে থেকো না,
থমকে যেও না,
চলতে থাকো,
দেখো তো,
পুরো জীবনটাই যে রইলো বাকি।