যদি কখনও সত্যি হারিয়ে যাই,
তুই কি আমায় খুঁজবি?
আঁধার রাতের প্রদীপ হয়ে আলোর কিরণ ছড়াবি।
হৃদয়ের মাঝে লুকিয়ে থেকে,
আমার খবর নিবি?
লক্ষ তারা ভিড়ে আমি থাকবো যখন মিশে।
আকাশে পাণে চেয়ে কি তুই একটু খোঁজ নিবি?
আশার আলো জ্বলছে বুকে,
আসবি কি তুই ফিরে?
এক সমুদ্র ভালোবাসা রেখে যাবো তোর দুয়ারে।
তোর লেখা কবিতার মাঝে তোকে খুঁজে যাই,
তোর অপেক্ষায় থাকবো আমি অস্ত পারের শেষ ঠিকানায়।
এই জনমটা হলাম না আমি তোর,
পরের জনম না হয় আমার হয়ে থাকিস।
বকুলের মাঝে থাকবো আমি মিশে,
শিউলি হয়ে ফুটবো রোজ রাত্রে।