আমি শান্তশিষ্ট নম্র যদি তুমি হও পুষ্প
আমি সূর্য ঝলক যদি পাই তোমার স্পর্শ,
আমি সমুদ্রের ঢেউ যদি বহে তোমার তুফান
আমি সুন্দর চাঁদ হবো যদি তুমি হও আসমান,
আমি লাজুকহীন পুরুষ তখন
তুমি ঘোমটা বিহীন বাসর সাজে যখন!
আমি বসে থাকবো অপেক্ষায় চিরকাল,
তুমি দাও আমায় তোমাকে উপহার আমি দিবো শাহজাহানের অবিকল।
আমি হতে রাজি শীতের আদ্রতা যদি তুমি হও কুয়াশা
আমি হতে রাজি পাখির ঠোঁটের কুটো যদি তুমি হও পাখির বাসা।
আমি হতে চাই তোমার স্বপ্ন যদি থাকি তোমাতে আশা,
আমি হতে চাই তোমার যদি আমি হই তোমার শেষ ভালোবাসা।