তোমাকে পাওয়ার নেই কোন নিশ্চয়তা,
তবুও কেন তোমাকে পাওয়ার এত ব্যকুলতা।
তুমি তো আমায় ভুলে আছো ভীষণ সুখে,
তবুও কেন তোমার জন্য শোক এ বুকে।
তোমার বিরহে কাটে দিন রজনী,
তোমাকে তো কখনও হারাতে চাইনি।
জানি তোমার ভাবনায় আমার জন্য নেই কোন আবাস,
তবুও কেন তোমাকে পাওয়ার জাগে এত আশ্বাস।
তোমাকে করতে চেয়েছিলাম এ হৃদয়ে বন্ধি,
তুমি কখনও আমার হতে চাওনি।
বিধাতা তোমায় পাঠায়নি আমার জন্য,
আমি হয়তো তোমাকে পাওয়ার জন্য করিনি সেই পূণ্য।
এই জনমটা তোমার থেকে দূরে,
পরের জন্মে না হয় আমায় আপন করে নিবে।
এই জনমটা তোমায় ছাড়া ভীষণ আমি একা,
পরে জন্মে না হয় দিবে আমায় দেখা।
পরের জন্মে আমি না হয় পাখি হবো,
তোমায় নিয়ে দূর দেশে হারিয়ে যাবো।
গাছের ডালে বাসা বাঁধবো,
আকাশ পাণে উড়ে বেড়াবো।