হয়তো দেখা হবে
রবীঠাকুরের সেই রেলগাড়ির কামড়ায়
নয়তো ব্যস্ত নগরের সিটিবাসের জানালার পাশ ঘেষে চলে যাওয়া আরেকটি বাসে
নয়তো সময়ের ভীড়ে হারিয়ে ফেলা কোনো সময়ে
নয়তোবা পাচঁশ টাকার ভাংতি খুজঁতে চাওয়া খুচরো নোটে।
নয়তো পুরোনো বই মুছতে যাওয়ার ভাঁজে থাকা কোনো চিরকুটে।
দেখা ঠিক হয়েই যাবে
কুয়াশায় ঢাকা শীতের ভোরে কিংবা কদম ফোঁটা বাদল দিনে।
হয়তোবা বেলাবোসের সেই নীল দেয়ালের ঘরে
নাহয় রাস্তার সস্তা হোটেলর কোনো এক বদ্ধ কেবিনে
আজ নাহয় কাল আমাদের দেখা ঠিকই হবে
হয়তো প্রতিদিন, না আমি মিথ্যে বলছি না
যদি সত্যি ভালোবেসে থাকো
আমাদের দেখা হবে প্রতিদিন
তোমার আমার আমাদের
ফেলে আসা স্বপ্নবিভর দিনগুলিতে
আমাদের দেখা হবে প্রতিদিন
হয়তো তোমার কিংবা আমার
সেইসব স্মৃতিতে।
2020-05-03