এক একটি করে বসন্ত কেটে গেছে তোমার অপেক্ষায়।
তোমার ছবি আঁকবো বলে ক্যানভাস সাজিয়ে রেখেছিলাম,
অপেক্ষায় থাকতে থাকতে রংগুলি সব শুকিয়ে গেছে।
তোমার খোপায় ফুল বাঁধবো বলে ফুলের গাছ লাগিয়েছিলাম,
অপেক্ষার প্রহর গুণতে গুণতে সে গাছের পাতা ঝরে গেছে।
তোমায় বাসন্তী রং এর শাড়ী পড়াবো বলে
টিফিনের টাকা জমিয়ে রেখেছিলাম বইয়ের ভাঁজে,
সে বইয়ে আজ ধূলো জমে মাকড়শা বাসা বেঁধেছে।
তোমার পায়ে নূপুর পড়াবো বলে
বাসভাড়া বাঁচিয়ে হেঁটে গেছি মাইলের পর মাইল,
হাঁটতে হাঁটতে আজ আমার জুতো ছিড়ে গেছে।
তোমার সাথে ঘুড়ি উড়াবো বলে একটা ঘুড়ি বানিয়েছিলাম নিজহাতে,
তার সুঁতো বাঁধতে বাঁধতে কখন যে ঘুড়িটাই বাতাসে হারিয়ে গেছে খেয়াল করিনি আমি।
আমার সব ভালোবাসা উজাড় করে
হতে চেয়েছি নিঃস্ব
তোমায় করতে চেয়েছি রমণী
কিন্তু তবু তুমি আসোনি।
আমি অপেক্ষা করেছি আরো কিছুক্ষণ।
আবার বসন্ত এলো
তবু তুমি আসোনি।
অপেক্ষার প্রহর গুণে আমি আজ ক্লান্ত।
আমি এখন আর অপেক্ষা করিনা
তোমার জন্য
কারো জন্য।