হিংসা ছুঁয়েছে মাটি নির্বিকার পথ ;
দুই ধারে কালো ঘাস মাথায় আকাশ,
তার তলে চাপা আছে কতশত লাশ ;
সে আমার দেবসৃষ্ট অহমিকার রথ ।
সবুজ রক্ত ঝরে গলগল ঘামে ;
অঙ্গের উত্তরীয় কাঁপে ঠকঠক,
অচেনা আশঙ্কা যত করে বকবক;
সেখানেও বিশ্বজুড়ে আলোছায়া থামে।
তুমি আমি সে মিলে করি আয়োজন ;
পথের পাঁচালী পুড়ে সূর্য্যের তাপে,
সবুজ অবুঝ ঘাস উষ্ণতা মাপে ;
বেদনা বিধুর দেহের কিবা প্রয়োজন।
মাটি চুঁয়ে উঠে পড়ে কান্না-ঘাম-রক্ত ;
খিলখিল হেসে উঠে লাখো ঘাসফুল,
ওই তো ওখানে আমার হীরামাণিক দুল ;
আজ তারা বিদ্রোহী হিংসার ভক্ত ।
সবুজ অবুঝ ঘাস না-সমঝদার ;
কালক্ষেপ করে নাকো মাথা তুলে দাঁড়াতে,
পদতলে পিষ্টনের সুড়সুড়ি বাড়াতে ;
দায়ভার কাঁধে নিতে বয়ে গেছে তার।