Review This Poem

ঢুলছি ঘুমে পাড়ার মোড়ে বসে,
একটি তারা পড়ল হঠাৎ খসে –
আমার কোলে ; কনুই ছুঁয়ে রেখে ।

রন্ধ্রে রন্ধ্রে তন্দ্রা জাগে মনে,
স্বপ্ন দেখি আলাপ তোমার সনে,
ধ্রুপদ রাগে প্রেমের কাব্য লেখে ।

ভাবছি বসে স্বপ্নেরা সব সত্যি,
কাঁচা বয়স পল্লব এক রত্তি,
কেমন করে বুদ্ধি পাকাই তার ।

স্বপ্ন যদি এইটে সত্যি হতো,
উড়িয়ে দিতাম গগন পানে ক্ষত,
লোভ লালসা হিংসা দেশের বা’র ।

ফ্রয়েড যদি আমার ভিতর ঢুকত,
ঘামের গন্ধ নাকে নিয়ে শুঁকত ,
কোন স্বপ্নই হতো না ছারখার ।

হতাম যদি এক হিরামন পাখি,
বলে দিতাম বন্ধ করে আঁখি,
খুব ভালো কাজ স্বপ্ন দেখাবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments