অনন্ত গগন তলে দুইটি হৃদয় ;
চক্রবাল বরাবর চুম্বিত লয়ে,
প্রেমিকার হোক তবে বিশ্ববিজয় ;
মুহূর্তের নাদ ব্রহ্ম যাক না বিলয়ে !
প্রেম – সে তো হৃদয়ের অচ্ছেদ্য বন্ধন ;
চন্দ্রকলা নহে যাহা হ্রাস বৃদ্ধিবৎ,
কামনা বাসনা সবি সুচারু নন্দন ;
পার্থিব স্বর্গীয় আদি যোগ্য সঙ্গত ।
আপনাতে সমকাম বিপরীত লিঙ্গে ;
সকলি প্রেমের বিধি সচলায়তন,
উত্তরণ করিবারে কোন গিরিশৃঙ্গে ;
পোরফাইরিয়া যথা অতি সচেতন ।
ভ্যাম্পায়ারবৃত্তি মন প্রেমের বিলাপ ;
অতিপ্রাকৃত রূপ নিঠুর বেদন,
হৃদয়তন্ত্রী কোন রক্ত গোলাপ ;
ঘাত প্রতিঘাত যেন প্রেম নিবেদন।
**********************
2022-06-22