4/5 - (1 vote)

নিও না বসন খুলে অঙ্গের আমার ;
আমি তো চেয়েছি শুধু লজ্জা নিবারণ,
শেষের সে দিন যদি আনে অনাহার ;
অভিমানে খুঁজিব না তাহার কারণ ।
গাছেরা উলঙ্গ নয় : আছে বল্কল ;
প্রাণীমাত্র নগ্নতার উষ্ণ এক ছোঁয়া,
অশ্লীল চন্দ্রিমাস্রোত কল্লোলে উচ্ছল ;
বার্ধক্য হবে না কভু একরাশ ধোঁয়া ।
চিরায়ত কালস্রোত নি:শব্দে নীরবে ;
শৈশব কৈশোর ছাড়ি’ যৌবনের রথে ,
কত কাল বল দেখি বহিবে সৌরভে –
একদিন দিবেই পাড়ি বার্ধক্যের পথে ।
কঠিন কঠোর মৃত্যু দিবে হাতছানি ;
কে আর ফিরাবে তারে একা শুন্যহাতে ,
লিখে যাই সবিনয়ে বার্ধক্যের বাণী ;
দিনের প্রথম কলি ফোটে মধ্যরাতে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments