Review This Poem

পাহাড়ের লতা ফুলের গন্ধ শুঁকে ;
কল্লোলে বহে নির্ঝরিণীর ধারা,
চঞ্চল মেঘ আঘাত করে বুকে ;
প্রেমের আবেশে স্তব্ধ পাহাড়চূড়া ।
স্নিগ্ধ শীতল সবুজের সমারোহে ;
সেজেছে পাহাড় অবনত সানুদেশে,
আকাশ প্রকৃতি মিলেমিশে যেন দোঁহে,
অভিসারে চলে অন্তরে রাজবেশে ।
ন্যাড়া মাথায় ছাদনাতলায় বর ;
বাসর সজ্জায় সুপটু পটুয়া যেন,
মুগ্ধ নয়নে চেয়ে দেখি তার ঘর ;
বিস্ময় ঘোর রেখাপাত করে কেন !
পাহাড় মানেই জনজাতিদের আখড়া;
বন্য পশুর অবাধ চলাচল ,
উজান বেয়ে মহাসাগরের কাঁকড়া ;
ঝর্ণার জলে করে কোথা কোলাহল ।
ধামসা মাদল জ্যোৎস্না ভরা রাতে ;
বনবিবিদের স্বর্গ সুরে নাচায় ,
আনমনা চাঁদ রুক্ষ পাহাড় মাথে ;
বন্দী থাকে রূপালী এক খাঁচায় ।
ধন্য ওরা; বন্য সভ্য মানুষ ;
অর্থ লোভে সাম্য নষ্ট করে,
দু’হাত ভরে উপার্জনের ফানুস ;
অরূপ রচন ছন্নছাড়া করে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments