একটু আড়াল হতেই মানুষ কেমন ভুলে যেতে ব্যস্ত হয়ে যায়,
বৃষ্টি আড়াল হলেই পাখি’টাও যেমন এক ফোঁটা জল রাখতে চায় না গা’য়।
প্রয়োজন ফুরালেই নিমিষেই যোগাযোগ ফুরিয়ে যায়,
শীত লুকাতেই চাদরটা যেমন পড়ে থাকে অবহেলায়।
বসন্ত পেয়ে গেলে,মানুষ ভুলে যায় শিশির ভেজা ভোরের গল্প।
হৃদয়ে মিশে থাকা মানুষ’টাও হারালে,খুঁজে নেয় বিকল্প।
এই-যে চারিপাশে এত প্রিয় মুখ,আমি হারালে কে-বা রাখবে মনে?
ভুলে যাবে আমার অধ্যায় গুলোও,নতুন কোনো বইয়ের আগমনে!
চলতে চলতে জমে আলাপন,আড়াল হলেই দেখি সব মরীচিকা।
আদতে মানুষ খেয়াঘাটের মতো,বেলা শেষে ভীষণ একলা-একা!
2024-10-09
অসাধারণ