Review This Poem

আকাশ জুড়ে আছে কালো জলধর,
তমসায় ঢেকে গেছে আসবে বলে ঝড়।
বিস্তর হাওয়া বইছে চারিপাশে,
গাছ গুলো ক্রমাগত দোল খাচ্ছে।

নেমে এলো সহসা বাদল ধারা,
নিঝুম হয়ে গেছে উত্তাল পাড়া।
উষ্ণতা ভরা ছিলো এই প্রান্ত,
অমনি সব হয়ে গেলো শান্ত।

নেই কোলাহল শুধু শুনছি মেঘের শব্দ,
পথ গুলো ফাঁকা হয়ে গেছে নিস্তব্ধ।
পাখিরা ছুটছে নীড়ের সন্ধানে
অবাক নয়নে চেয়ে আছি গগনে।

নেমে এলো প্রশান্তি অবশেষে,
ক্লান্তি তাই বহুদূরে হারিয়েছে!
শীতল হাওয়া বইছে অবিরত,
যাচ্ছে চলে মন খারাপ আছে যত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments