বাংলা কবিতা, পবিত্র গোলাপ কবিতা, কবি নির্ঝর প্রকাশ - কবিতা অঞ্চল
3.5/5 - (2 votes)

আজ শহরে একটা মিছিল বের হয়েছিল, সেই মিছিল শেষে রাজপথ থেকে কুড়িয়ে পাওয়া একটি গোলাপ নিয়ে তোমার সামনে এসেছি!

গোলাপটি হয়তো কোন বিপ্লবী প্রেমিক তার বুক পকেটে রেখেছিল, মিছিল শেষে গুঁজে দেবে প্রেমিকার খোঁপায়।

মিছিলের পরেই দেখা করবো- এমন কথায় এখনও হয়তো অপেক্ষায় আছে তার প্রেমিকা। এ অপেক্ষা শেষ হবেনা আর কোনদিন! বর্বরদের রাইফেল থেকে ছিটকে বের হয়েছিল কার্তুজ, আর গোটা কয়েক বুলেট ক্ষত-বিক্ষত করেছে প্রেমিকের বুক।

রক্তে ভিজছে পথ…

রাজপথে কয়েকটা লাশ দেখে এসেছি, সেখানেই একদম স্থবির হয়ে আছে প্রেমিক। সেই প্রেমিকের চেহারাটা যেন একদম আমার মতো, নাকি আমিই সেই প্রেমিক।

রক্ত দেখে হয়তো ভ্রম হচ্ছে আমার…

বুলেটের আঘাত সত্বেও অক্ষত আছে গোলাপ।প্রেমিক হৃদয়ের তাজা রক্ত মেখে গোলাপের রঙ হয়েছে একদম কড়া লাল।

এমন পবিত্র গোলাপ বহুবছর দেখিনি, বহুল আলোচিত স্বর্গের পারিজাতও এমন স্নিগ্ধ হওয়ার কথা নয়।

তাই আমার উপর আরোপিত সকল বিধি-নিষেধ, শর্তাবলী ভুলতে পেরেছি এক নিমিষেই। এ গোলাপ আমাকে দিতেই হতো কোনো প্রেমিকার হাতে।

“আমাদের মধ্যকার সবকিছু শেষ হয়ে গেছে, ভুলে যেও আমায়” – তোমার এই কথা শুনার পর বিশ্বাস করো আর একবারও তোমায় ভাবিনি, এই দিনগুলোতে ভালোবাসার রঙ হয়েছে মলিন, অপেক্ষা হয়েছে খাঁটি হেমলক।

তবুও এই গোলাপ তোমাকে দিতেই হতো…

এটাই হয়তো ছিল সেই শহীদ প্রেমিকের শেষ ইচ্ছা- তার রক্তে ভেজা গোলাপ স্পর্শ করুক কোন প্রেমিকার কোমল হাত।

এভাবেই হয়তো বিপ্লব আর প্রেম মিশে যাবে বারবার, গোলাপ ছুঁবে তুমি, সুদিন ফিরে আসবে আবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments