Review This Poem

পৃথিবীর পিতার মতো লাল বজ্রপাতের জন্য অপেক্ষা করে আছি।

তৃষ্ণার্ত গাছের নিচে আমার তীব্র ক্ষুধার রোগ , রক্তশূন্য অসুখের মাথায় প্রতিটি ময়ূরী নাচে , অন্ধকার ক্রমশ গাঢ় হতে হতে আগুনের বৃষ্টি ছড়ায় ত্রৈলোক্যনাথ মরুভূমির ইস্পাত গুহায় ,
এ পৃথিবীর পর আরো ১৩ টি পৃথিবীর তৃতীয় জননেন্দ্রিয় উপেক্ষা করে নিজের সঙ্গমের জন্য রেশমীর চিতা কাঠ সাজাচ্ছি ধূপ দিয়ে,
ঘুম আসলে মৃত আপেল গাছের নাম , একটি অ্যাড্রিনালিন দোলনায় দোলে রন্ধনশালার অবিকৃত আত্মার কিছু নিশাচর রজনীগন্ধা , এ পাপ কোথায় লুকোতে পারি হে সুধন্যা নারী ?
গলার ভেতরে অতৃপ্ত পাখিরা আজও ধর্মপুত্রের মতো মলত্যাগ করে গেল ভবঘুরে অন্ধকারে , কে কাকে জীবাণু সংক্রমনের নেশাঘরে নিয়ে যাবে রক্ত ছিন্ন শিরার দ্রৌপদী কথা শোনাবে এ জাহান্নামের তৃতীয় অলিন্দ নগরে ঢুকে ? উভয়ধর্মী পারদ রাষ্ট্রটি কালো ফেব্রিকের যৌনতা দেখাচ্ছে ,

নক্ষত্রের লিউকোপ্লাস্টে দুটো তীক্ষ্ণ নখ খুঁড়ে খুঁড়ে আমি তীব্র জলোচ্ছ্বাস ডেকে আনি , মাটির হাঁড়িতে দুটো কালাচের অন্ত্র পুষতে থাকি , এখন তৃতীয় নারীটি উপগ্রহ থেকে শক্ত পাথর রঙের বারুদ নিয়ে এলো ইস্তাহার মিছিলের কাল্পনিক সংগীত নামক অসম্পৃক্ত জলজ মেঘে ডুবিয়ে , আমি ক্রমশ ধ্যানযোগে পিতার চৈতন্য শরীর দেখছি রজঃ শান্ত মরচে ধাতু বীজ দিয়ে
স্বরবর্ণেরা চিরদিন রক্ত বিক্রেতাদের মিথ্যে কথা বলে গেছে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments