Review This Poem

ঋতুপাত কালীন ইন্দ্র নট ইকুয়াল টু আমার বৃহত্তম পিতা , গ্রেডেড ওয়ান ক্ষয়ে যাওয়া হাড়ের মতো আজ ডিম ভর্তি ঘোড়ার পিঠে ভেসে থাকা চৌহদ্দি বর্ণনাকারী এক গ্রন্থী নক্ষত্র তার কাছে একটা সমুদ্রের আঁশওয়ালা গন্ধ ওড়া ছায়াটাকে বন্ধক রেখে দিতে পারি ঘাতক মিশরীয় নারীদের জঙ্ঘা ব দ্বীপের কাছে , সেরাটোপেপটিডাইস খাচ্ছে আমার মতো এরোটাইড নষ্ট আত্মারা, যাদের কাছে আর কোন অবিনশ্বর ঈশ্বরের সনদপত্র নেই যাকে দিয়ে আমার সিংহাসনের নীচে বসে থাকা মাকড়সাদের জননেন্দ্রিয়ের তৃতীয় ছিদ্র ভেদ করে আরো একবার নেপচুন থেকে ফিরে আসা নষ্ট শিব যে তাদের নিজেদের প্রতিবিম্ব দেখতে পাবে ,জন্মরস ভর্তি সেপটিক ট্যাংকের মতো ধৃতরাষ্ট্র ঘনত্বের ওমেগা রক্তের থেকেও আরও চটচটে স্ক্রিন কালারের গ্লাভসের ভেতরে ৩টি ঈ দৈর্ঘ্যের ইউনিভার্স ভর্তি পারদের ভেতর থেকে গলার সূক্ষ্ম পর্দার থেকেও আরো মাংসল টিউমারের আগ্নেয়াস্ত্র বিহীন ব্যক্তিগত কবরের কাছে পা গুলো খুলে রেখে মহাশূন্যের তৃতীয় তীব্রতায় মিশে যাবে আলোক শূণ্য অন্ধকারের পিশাচ শূন্য নৌবৎ নাবিকের মতো, তারাও আজ অগ্নাশয়ের অসুখ নিয়ে প্রসূতি বিশেষজ্ঞ নার্সিংহোমের খোলা চৌকাঠ থেকে ফিরে এলো ইনহেলার নীল রঙের আসবাব নিয়ে , আমিষাশী অ্যালবুমিন পোকা ১৩৪ টা যক্ষ রক্তের দরদাম করছে ইউরিয়া ক্রিয়েটিনিন আর টমেটো ভর্তি বিরিয়ানির মতো সর্দি ঝরা কবরের উচ্ছিষ্ট পিঁপড়েদের সাথে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments