আজ ধুসর পৃথিবী কাঁদে,
সবুজ হারানোর বেদনায়
দন্ডায়মান দেয়ালের ফাঁদে
কর্তিত মহীরুহের কান্না লুকায়।
মানুষের প্রয়োজনে
মানুষ করেছে নগরায়ন,
ইমারত গড়ায় নিমগ্ন অনুক্ষণে
করছে উজার বন।
বাতাসে কালো ধোঁয়ার নির্গমন
দহনকবলে অক্সিজেন গ্রাস
বাতাসে বাড়ছে ক্লোরো ফোরো কার্বন
ওজনস্তর হচ্ছে বিনাশ
তবুও মানুষের রুক্ষ নয়নে
বিত্তের অভিলাষ!
প্রকৃতির তার নির্মম প্রতিশোধ,
দিয়েছে মানুষের হাতে হাতে,
নির্মল বায়ুর করছে অবরোধ
দূষনের বোঝা বইছে মানুষ কাঁধে।
নিয়ত বাড়ছে তাপ আর তাপ,
উপকূলে বাড়ছে পানির ধারা।
প্রমত্ত ঝড়ের নির্মম আঘাত,
মানুষকে করছে গৃহহারা ।
নিমর্ম যুদ্ধের অশনি কঙ্কটে,
আজ বিশ্ব কাঁদিছে ক্ষুধা
দারিদ্র্যজালের সুতীব্র সংকটে,
এই সংকট উত্তরনে
ব্রতী হও সবে জনে
কমাতে পরিবেশ দুষন
নিয়ত বৃক্ষ রোপনে হও আগুয়ান।
শূন্য করো কার্বনের নি:সরণ
কাজ খুঁজে যদি না পাও তবে,
ঘটাও নিজের প্রতিভার স্ফূরণ
নিজেই নিজেকে করো উদ্যোক্তা
বিজয়ের মুকুট নাও লভে
আগামী পৃথিবীর হয়ে উপযুক্তা।