Review This Poem

ভয় নাই , ওরে আর ভয় নাই-
সূর্যোদয়ের আর দেরী নাই!
বাংলার বাতাসে আজ লাশের গন্ধ-
ঘাস ভেজা রক্তে, লালে লাল দীগন্ত,
পুরো বাংলায় আজ রক্তের পারাবার!
কী আছে আর নতুন করে হারাবার?
ক্ষেপেছে সাহসী সবুজ চক্রবাক,
ওরা সংশপ্তক বিহগ একঝাঁক-
ওরা প্রসারিত বুকে মৃত্যুকে করে বরণ
ওরা হাজারো ঝটিকায় ভাসায় তরণ।
ওরা চেয়েছিল ওদের ন্যয্য অধিকার-
চায়নি কোন ভাই এর প্রাণ সংহার।
স্বচ্ছ দাবী পূরণে তুলেছিল শ্লোগান,
প্রতিদানে দানবেরা কেড়ে নিল প্রাণ।
আবু সাঈদ পেতে দিয়েছিল নির্ভিক বুক-
অকালেই ঝরে গেল জীবন কিংশুক!
ছাদে উঠে হেলিকপ্টার দেখায়
শিশু রিয়ার চোখে ছিল মুগ্ধতার ঝলক-
গুলির আঘাতে সে হল চির নিস্পলক!
বারান্দায় যে শিশু করছিল রঙ্গিন খেলা
জানেনি সে, সেটা ছিল তার ক্রান্তি বেলা।।
তৃষ্ণার্ত সহযোদ্ধার মুখে দিতে গিয়ে জল,
চিরতরে নিভে গেল একটি নক্তত্রের অনল।
রেখে গেল একরাশ মুগ্ধতার ক্রন্দন!
থেমে গেল শত মুগ্ধের জীবন এর স্পন্দন,
তবু হয়নি ওদের বিবেকে এতটুকু রক্ত ক্ষরণ।
শান্ত, ওয়াসিম,তামিম, রুদ্র,ইয়ামিন,দীপ্ত
বাংলার আকাশে রবে চির উজ্জ্বল নক্ষত্র।
ফাহাদ, তানভিন,ইরফান, আরও কত প্রাণ,
কী বিপুল বিক্রমে করলে নিজ জীবন বলিদান।
এ মাটিতে বয়ে গেল এক সমূদ্র রক্তের নির্ঝর
বাংলার ইতিহাসে তোমরা রবে চির ভাস্বর।
বাংলার মানুষ হয়েছিল কিংকর্তব্যবিমূঢ়,
কী করে মানা যায় এই অনাচার
যে দেশে ত্রিশ লক্ষ শহিদের প্রাণ
আর দুলক্ষ বীরাঙ্গনার মান সম্মান
কিনেছিল দেশের স্বাধীনতার নিশান;
সে মাটিতে নেই আজ জীবনের মূল্য
সে দেশে মানুষ ঝরে পিপীলিকা তূল্য!
মুখের শব্দ তরঙ্গ আজ বন্দী পিঞ্জরে-
কতকাল উড়ে না তারা মুক্ত অম্বরে!
দাম নেই আজ শহিদের রক্ত প্রপাতের
অথচ অশ্রু ঝরে মেট্রোরেলের দুফোটা বিনাশের!
দেশের জনতা ভালবেসে যারে করেছিল রক্ষক
নীল নক্শার ঘৃণ্য তারে আজ তারা হল তক্ষক!
ওরা নির্দ্বিধায় চালিয়েছে বন্দুকের গুলি
কেড়ে নিয়েছে নিরপরাধ মানুষের খুলি
পাক হানাদারদের চেয়েও হল তারা বড় শ্বাপদ।
শিশু, কিশোর, পথচারী কেউ নয় নিরাপদ।
আজ ভেঙে গেছে সব ধৈর্য্যের বাঁধ-
ঘটে গেছে ফুজিয়ামার অগ্ন্যুৎপাত!
ওরা চির সবুজ, ওরা নয় সর্বংসহা,
ওদের চোখে মুখে তারুন্যের প্রভা।
একপল ও ওরা রয়নি নিশ্চুপ শ্রোতা,
ওরা করেনি বিন্দু কণাসম সমঝোতা।
ওরা দূর্দাম, ওরা দূর্বার, ওরা চির সবুজ,
ওরা লঙ্ঘিতে পারে লক্ষ মৃত্যুর গম্বুজ।
ওরা ভয় পায়না কোন বন্দুকের গুলি
পতাকাবাঁধা উন্নত শিরে তেজস্বী বুলি
ওরা চায় ভাই এর রক্তের প্রতিশোধ
চায় আফোটা কুঁড়ি ঝরার প্রতিশোধ
ওরা বেঁধেছে ললাটে রক্তের টিকা
সিনায় টগবগ ধুমকেতনের শিখা।
ছুটছে ভয় তুচ্ছ করে তুরঙ্গ বেশে-
সারা বাংলাদেশে রক্ত বন্যায় ভেসে।
কোন দেয়ালে হবেনা এ পথ রোধ,
ওদের চোখে ফুটন্ত ম্যাগমার ক্রোধ।
বৃষ্টি, ক্ষুধা, রক্ত ওদের করেনি ক্লান্ত,
বিজয়ের সূর্য এনেই হবে ওরা শান্ত।
আজ দীগন্ত গিয়েছে আবিরে ঢেকে
পুঞ্জীভূত আঁধারের চলনবিল থেকে
জেগেছে রক্তের রাগে নিদ্রিত সূর্য
বাজুক আজি সবার বাঁশরী, রণতূর্য।
দ্রোহের অনলে পুঞ্জীত লাল লাভা
পূর্ব দীগন্তে এনেছে উদয়ের আভা
সব ভয় নির্লিপ্ততার শিকল ভেঙ্গে
রক্তের রঙে রঞ্জিত হয়ে ক্ষিপ্রবেগে
পুরো বাংলাদেশ আজ উঠেছে জেগে।
খোল খোল সবে খোল খোল বাক
সবার শক্ত মুষ্ঠিতে নতুন যুদ্ধের ডাক
সব নীল নকশা করে উম্মাচন
আকাশে যে কোন সময় হবে গ্রহণ।
সন্তানদের হাতে হাত রেখে হাত
আনবো সবাই নতুন সোনালি প্রভাত।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments