হে মোর সোনার দেশ,
ক্ষুধিত স্বাধীনতার তরে
লক্ষ ফুল গিয়েছে ঝরে
এ সুখের দীপ রাখতে অনির্বাণ
মাটিতে ঝরে শহীদের শোণিত ঘ্রাণ
এত মমতা, এত প্রীতি
তবু আজও সেই ক্ষিতি
কেন এত আহাজারীতে ভরা!
সর্বগ্রাসী ক্ষুধার পীড়নে অশ্রুঝরা
লোচনে ধুধু মরুভূমির নিঃস্বতা ভরা!
জন্ম মাগো, এদেশে আমার
একটু নুন আর পান্তাভাত
এ মোর পাওয়ার অধিকার
তোমার ভুমিতে যারা
নীল গিরির শীর্ষে আগুয়ান
রাশি রাশি সম্পদধারা
কারুকাজে বহমান
খরচের নাই হিসাব,
তবু শুধু শূণ্যতার প্রলাপ
আমরা মাটির গন্ধ পাই
রই খোলা আকাশের নীচে
দিনমান ঘর্ম ঝরাই
একমুঠো ভাতের খোঁজে।
দু:সময়ের এ বাতাসে
ভাতটুকু তাও আজ,
হয়ে গেছে দূর্লভ
নেই মোর আকাশে
আজ পূর্ণিমার সাজ।
ঝরে গেছে ফুলের সৌরভ
একই রবি, একই চাঁদ
দীপায়িত করে সবার ছাদ
দরিদ্রতাই মোর অপরাধ
তাই বুঝি নেই বাঁচার সাধ।
আজ ভাতের গ্রাস
করে ফেলেছি সংকুচিত
শখের চাহিদা করেছি হ্রাস
তবু মোর ঘর থাকুক সুরভিত
শুধু নুনে ভাতে স্ফীত।