4/5 - (1 vote)

এস মোরা শক্ত মুষ্টিতে
আজ ধরে রাখি পতাকা,
শপথ নিয়েছি এই মাটিতে
রুখবো সকল শলাকা ।

এ মাটির গভীর পললে
আমার ভাইদের রক্ত,
বোনটি ঘুমায় চির শান্তির আঁচলে
গায়ে মেখে অলক্ত।

কচি সোনামনি কোথা গেল হঠাৎ
বাবা মা খুঁজে সর্বত্র-
হঠাৎ একটি বুলেটের আঘাত
হলো দূর আকাশের নক্ষত্র।

ভুলিনি, ভুলবোনা তোমাদের দান
তোমাদের রক্তের ঋণ,
আাঁধারের পারাবারে ডুবন্ত নিশান
দ্বিতীয়বার করলে স্বাধীন।

আজ চলো সবাই মিলে
বাংলাকে করি সবুজ নিলয়,
সাম্য, মৈত্রী, সততার মিলে
ভেঙ্গে ফেলি সব অন্যায়ের বলয়।

লাল, নীল, সবুজ, হলুদ
সবাই মিলে হবো একটি রং,
থাকবেনা কোন বর্ণের গলদ
হিংসা, বিদ্বেষ কিংবা অহং।

সততা, শুভ্রতা, একতা, সংহতি
হবে মোদের দৃঢ় শক্তি,
অপশক্তির কাছে হবেনা নতি
দেশমাতৃকাকে করবো ভক্তি।

দেশের সকল দূর্যোগ লগনে
কাজ করে যাব একসাথে,
মেধা,শ্রম, একতার মুক্ত মননে
নতুন সূর্য উঠবে প্রভাতে ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments