বাংলা কবিতা, স্মৃতির রঙ কবিতা, কবি নীলার্দ্রিতা অনামিকা - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

আপনার ঘুরে দাঁড়ানোর ছন্দময় স্নিগ্ধতা,
অতৃপ্ত আত্মার মরুময়তা,বিন্দু বিন্দু করে জমা হওয়া স্পন্দনশূন্য আচরণ,
কঠিনচিত্ত আবেগের আলপনায় স্নিগ্ধ অনুরণে আমি বারংবার মুগ্ধ হই।

স্মৃতির রং – নীল সিকোরী,
অপার্থিব নিসর্গের সৌন্দর্যে প্রস্ফুটিত।
অষ্টপ্রহর কেবল আপনাকেই ভেবেছি।
অনুরাগ ভরা উদ্ভাসিত হৃদয়ে,
জড়িয়ে ধরেছে পেটিওলিট বিথীর
প্রলোভিত ভাগ্যের কান্ড।

নিঃসঙ্গতায় ভোগেন?
সেদিনের মত কষ্ট আর কোনো দিনও পাইনি,
রৌদ্র কেড়ে নেয়া কালো মেঘের থমথমে নিরবতা দেখেছেন কখনো?
তবে আজ যেনো মনে হয় বসন্তের প্রথম দিন।
টের পান কিছু,’জগৎ দুঃখময়!’

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments