আমি কখনো শঙ্খচিল দেখি নি।
যদি তুমি চাও সে উড়ে আসে সাগর নদী ডিঙিয়ে।
কৃষ্ণচূড়া ফুল ফোঁটে, আকাশ মেঘলা হয়, কবিতার মতো জ্যোৎস্না ভাসে,
আমি চাইলেই মেঘ গুলো কাছে আসে, ছায়া দেয়,
দেয়ালে দেয়ালে আলো ছাঁয়ার খেলায় প্রিয় তোমার মুখ আমি স্পষ্ট দেখতে পাই।
—
আমি দুবেলা নাগরিক শৃঙ্খলের শেখল ভেঙ্গে ছোট ঘাসের স্বপ্ন দেখি।
বিলয়প্রাপ্ত অরণ্যে হরিণের চঞ্চলতা দেখে থমকে দাড়াই,
আমি দুরন্ত বাতাসের সাথে ফিস ফিস করে গল্প করি।
আমি কাল্পনায় পাখিদের সাথে তর্ক করে করে ক্লান্ত হয়ে যাই।
—
আমি তোমাদের কংক্রিটের শহরে প্রাণ খুঁজে পাই না তো আর,
যেখানে নদী ছিলোওও, সেই খানে ইটের পাহাড়!
এই শহরের রঙিন আলোর উৎসব ছেড়ে এক দিন
কোনো এক বাঁধ ভাঙ্গা পূর্নিমার রাতে যদি মনে সাধ জাগে,
ঈশ্বর কোনো এক চমৎকার করো, পাহাড়ে আমি ফিরে যাবো নিশ্চয়।
2021-08-10