চোখে বারিধারা,দুহাত দিয়ে দুঃখ সরাই।সরিয়ে সরিয়ে অবশ দুই হাত।তবুও গন্তব্যের কাছে যেতে পারি না।কিছু না ভেবেই ভাবি,আরে গন্তব্যের কি কোনো ঠিকানা থাকে নাকি!!
–
শব্দে হারিয়ে যাই,ছড়ায় বর্ণমালা। হেঁটে যাই শুকনা ঘাসের উপর আকাশের দিকে তাকিয়ে। বিলীন হতে গিয়েও হতে পারি না। কোনো এক অজ্ঞাত অজানা পিছুটান হাতছানি দেয়।
–
জং ধরা জানালার দিকে চেয়ে থাকি। জানালাগুলো মিটমিট করে হেসে উপহাস করে। তর্ক সরাই, যুক্তি সরাই, সরাই ঝগড়ার মাঝে কথা কাটাকাটি। ধৈর্যের ভার শেষ হয় না। অতঃপর, চুপি চুপি বসে দুহাত দিয়ে দুঃখ সরাই।
2021-08-27