একটা উষ্ণ বিকেলে বৃষ্টির তোড়জোড়।
মানুষেকে ছাড়িয়ে যখন ঈশ্বরের অধীনে,সর্বোচ্চ তাপমাত্রা।
ঠিক তখনই,মেয়েটা আপন মনে হেসে ওঠে সেই চঞ্চল মেয়েটা”
বলে সময় বদলাবে, এই মেঘ শুধু ধৈর্যের।
—
শহরের অধীনে,অলিতে গলিতে ক্রমাগত হারানোর ভিড়।
কেউ আপন করতে পারে না, এই শহরকে নিজের করতে পারে না।
শুধু দৌঁড়ায়।
নিউইয়র্কের টেমসের কবিতা বলে বলেই কেউ দিন পার করে দেয়।
কেউ শুধু আপন করে অবহেলা আর যাতনা।
—
এই শহর মানুষকে ভরিয়ে দিয়েছে।
মানুষ ও সুযোগ কাজে লাগিয়েছে লুঠে নিয়েছে সব।
কিন্তু ভুলবশত কিছু মানুষ সময়ের গতিতে নিজেকে হারিয়েছে।
ভুলবশত কিছু বোকা মানুষ নিজেকে ভিজিয়েছে শহরের পচরা জলে।
—
এই শহরে জল জমে।
জমে দুঃখ।
আনন্দ করতে ভালোবাসে এই রাস্তা, এই শহর।
ভালোবাসে বৃষ্টির জলে ভিজতে।
কিন্তু খুব কম লোক জানে,
এই শহর একলা থাকতে ভালোবাসে।
2021-08-13