কখনো যদি ফুল ফোটে,
তুমি বসন্ত হয়ে এসো আমার মনের কার্নিশে।
সূর্যকে আড়াল করে আমার কাছে আলোর সন্ধান চেও।
আমি আলো দেবো তোমায়।
—
আকাশের গায়ে আমি ক্রমশ হারিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পাই।
আলোর খোঁজ নেই।
বুঝলাম আকাশের মুখ ভার।
দেখতে পেলাম দক্ষিণ সীমানায় জমে থাকা মেঘগুলো গল্প করছে এখনো।
—
আকাশের মুখ ভার শুধু অভিধানের একটা শব্দ।
দেখেছিলাম অভিধান আর এখন অভিমানী আকাশ।
শেষ কবে বলতো বৃষ্টিতে ভিজেছে তোমার অভিমানের দৃষ্টি।
শেষ কবে গভীর চিত্তে করেছো বৃষ্টিবিলাস।
শেষ কবে ঝাঁপটে ধরে ছিলাম তোমাকে বুকের মাঝে।
—
বসন্ত আসবে না আর। আমি চাই বসন্ত আসুক।
তুমি চাও বর্ষা।বৃষ্টি চাইছো তুমি?
ভিজে যেতে চাইছো গভীর মায়া স্নেহে।
আকাশের দিকে তাকাও, হাত বাড়িয়ে ধরতে চাও মেঘ, কালো মেঘ।
নাকি তুমি অভিমানী বৃষ্টি হতে পারো।
অপেক্ষায় প্রেমের বৃষ্টি।
2021-09-16