Review This Poem দক্ষিণ দুয়ার খোলা, ঝরঝর ঝুমুর বাজিছে! মেঘ,তার অভিমানচ্যুত করিয়া নামিছে ধরণীতলে! আকাশ মাদল বাজিয়া তাল তুলেছে! জানালা খোলা,তৃপ্ত বাতাস লাগিছে মনে! মনের দুয়ার খোলা পড়েছে, এই ক্ষনে তুমি দাঁড়ালে মনের দুয়ারে! তোমারও কি অভিমানচ্যুত হইয়াছে? 2021-03-21