Review This Poem

অতঃপর সুর্য ডুবে যায়, সাঙ্গ হয় সংসারের খুনসুটি-বেহায়াপনা।
ল্যাপটপে সাট ডাউন ক্লিক করে শুরু হয়,
আদিখ্যেতা।

শেষ সিগারেটটা জ্বালানোর জোগাড়। তারপর ডেঙ্গুর উৎপাতে, ছারপোকার অনাকাঙ্ক্ষিত চর্বনে নির্ঘুম রাত আমার সুদিনের আশায় ছাড়ে দীর্ঘশ্বাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments