কেন যেঐসব রোমিও -জুলিয়েট,লাইলি-মজনু, শিরিন-ফরহাদ আর ইউসুফ-জুলেখার মনগড়া কাহিনি বিশ্বাস করতে গিয়েছিলাম?
যেখানে জীবনে আসলই না কোনো চৌদ্দ ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ কিংবা ফাগুন। কোনো এক বর্ষায় যখন ব্যস্ত প্রেমিক প্রেয়সীর পায়ে নুপুর বেধে দেয়,
তখন কি শুধু বৃষ্টিই ঝরে ছিল? খোঁজ রাখেনি কেউ- চন্ডীদাসের ন্যয় আমিও যন্ত্র ধরে ছিলাম তোমার দৃষ্টি পাবো বলে,
কিন্তু আমার ভাগ্য তো আর মথুরার বংশীবাদকের ন্যায় নয়।
আমিও দেবদাসের সাথে গ্লাস ঠুকে বলবো ‘চিয়ার্স’, শেষটায় হারিয়ে যাবো আটলান্টিকের গভীরব জ্যাক সাহেবের নিমন্ত্রণে।