তারাও ভালোবাসার কথা বলে,
এরপর আসে অর্থ, ধর্ম, শিক্ষা, জাত আর সমাজের চিন্তা।
দুনিয়ার আদিম মাতা-পিতাও ভালোবেসেছিলেন একে অপরকে,
কিন্তু তাদের সন্তানরা ভালোবাসতে দেয় না।
ভালোবাসা আসলে কী? ইশ্বরের আশির্বাদ?
নাকি শয়তানের কুমন্ত্রণা?
আর ঐ পাগলগুলো?
সেদিন মায়ের আচল ছেড়ে, বউয়ের চোখের পানি ঝড়িয়ে, কিসের আশায় অস্ত্র ধরেছিল?
তারাও কি ভালোবেসেছিল?
দেখেছিল কী ভালোবাসার জয়ের রক্তিম
সূর্যখানা?
পাখিরা যেদিন ডানা মেলে নীল আকাশে জানিয়ে দিয়েছিল বিকলাঙ্গ সমাজের পরাজয়।