নারীকে নারী বলো, পুরুষকে পুরুষ বলো,
এর মাঝে যারা তাদের বলো হিজরা,
তাহলে মানুষটা কে?
বাবা বলে মানুষ হও, মা বলে মানুষ হও,
শিক্ষক বলে মানুষ হও, সমাজ বলে মানুষ হও,
কিন্তু মানুষটা কে?
পুরুষ মানেই ছিড়ে খাওয়া পশু, আর নারী মানেই বেশ্যা,
আর হিজরা দেখলেই ওরে বাবা পালা,
তবে মানুষটা কে?
কেউ মুসলিম কেউ হিন্দু,
কেউ খ্রিষ্টান, কেউ বৌদ্ধ,
কেউ উঁচু জাত, কেউ নিচু জাত,
কেউ ধনী, কেউ গরীব,
তাহলে মানুষটা কে?
মেনে নিলাম স্রষ্টার ওয়াদা,
হবে হিসেব-নিকেশ একদিন,
কিন্তু কার? মানুষের?
কিন্তু প্রশ্ন তো ঐ একটাই,
মানুষটা কে?