তোমার কলঙ্ক ঢাকতে যদি এক রেখা ছায়া লাগে
আমি তবে বিস্তীর্ণ বক্ষ নিয়ে পাহাড় হয়ে দাঁড়াবো।
অনন্তকালের অর্থহীন শব্দে খুঁজে পেতে পারো বিশ্বাস,
দেহ-মন সবই তো দিলে উজাড় করে —
তুমি এখন ভয়াবহ ক্লান্ত,
সাহারায় দীর্ঘ সাত যুগ অতিবাহিত করা পথিকের চেয়েও তোমার তৃষ্ণা বেশি।
তোমার চোখে এখন দেখি মাউনা লোয়ার টগবগিয়ে ফুটতে থাকা ম্যাগমা।
দুপুরের রোদে পোড়া স্তব্ধ গাছের পাতার মতো,
তোমার মাথাটাও নুইয়ে পড়েছে।
কী জানি কী এক মোহবলে তোমার নিউরনে ট্রোজান হর্স প্রবেশ করেছে।
তুমি বাঁধা পড়ে গেছো সময়হীন অন্ধকার গহ্বরে।
এই মুহুর্তে তোমায় একটা প্রশ্ন করবো —
শেষ কবে দোয়েল দেখেছিলে কিংবা জোনাকি?
2024-09-24