4/5 - (2 votes)

সূর্য চুম্বন ভূমি থেকে,
যেখানে ঘাস এবং গাছ মৃদু নৃত্যে দুলছে,
যেখানে নদী বয়ে যায়, বীরের রক্তে লাল,
একটি জাতির জন্ম হয়েছিল, একটি নতুন আশা ছড়ানোর জন্য।

বসন্তে ফোটা নবপুষ্পের মতো,
স্বাধীনতার নতুন প্রভাত, মানুষ দেখেছে,
ভাই ও বোনেরা, হাতে হাত রেখে,
একটি উজ্জ্বল দিগন্তের দিকে অগ্রসর হচ্ছে।

মায়ের ভালবাসা,
বড্ড উগ্র এবং শক্তিশালী,
ঝড়ের অন্ধকারের মধ্যে দিয়ে তার সন্তানদের পথ দেখান,
তার অটল সমর্থনে, তারা বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল,
ছোট বড় সকল বাধা জয় করে।

স্ত্রী, কন্যা, বন্ধু এবং প্রেমিকারাও,
তাদের প্রিয় পুরুষদের পাশে দাঁড়িয়েছিল,
তারা ছিল অবিচল এবং সত্য,
তারা একসাথে লড়াই করেছে, পাশাপাশি,
তাদের বন্ধন অটুট, তাদের আত্মা মুক্ত।

তারা ছিল চাঁদের মতো উজ্জ্বল,
রাতের অন্ধকারে, আলোর বাতিঘর,
পথপ্রদর্শক নক্ষত্রের মতো তাদের সাহস ও সংকল্প,
এ পর্যন্ত জাতিকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।

নদী যেমন প্রবাহিত হয়, তেমনি মুক্ত,
তাদের ত্যাগের প্রতীক,
আমরা সেই সাহসী আত্মাদের স্মরণ করি,
যারা লড়াই করে মারা গিয়েছিল,
শয্যাশায়ী হয়ে ধুকে ধুকে নয়।

একটি জাতির স্বাধীনতার জন্য বুকের তাঁজা রক্ত ঢেলে দিয়ে ছিল কর্দমাক্ত রাজপথে,
আমরা তাদেরই উত্তরাধিকার,বেঁচে থাকবো চিরকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments