খিলক্ষেতের রঙিন দিনগুলোতে
রবিনের আড্ডার সুর।
ভি.আই.পি রোডে আমাদের ঘুরাফেরা,
চাঁদের আলোয় নিকুঞ্জে সবার হইচই।
চা আর সিগারেটে হাসিমুখ
মনে পড়ে যায় মাঝরাতে।
ছুটির দিনগুলিতে যে যেখানেই থাকতাম
দিনশেষে সবার আড্ডা হতো নিকুঞ্জতেই।
একসাথে আমাদের কাটানো কত প্রহর,
কত না হাজারো স্মৃতি।
জীবনে প্রথম তোকে রক্ত দিয়েছিলাম
সুস্থ হয়ে এসেছিলি,
আবার মলিন হেসে হারিয়ে গেলি,
ওই দূর আকাশে।
তোর কি মনে পড়ে
সেই দিনগুলোর কথা…