তোমার জন্য সহস্র যুবক
ভালবাসার স্লোগান নিয়ে নেমেছে রাজপথে
শহর জুড়ে চলছে ভালবাসার মিছিল।
নগরীর অলিতে-গলিতে বেঁধেছে সংঘর্ষ
দফায় দফায় চলছে দাঙ্গা
খুন হয়ে যাচ্ছে প্রেমিকের ভালোবাসা
লাশ হয়ে ফিরছে শত শত যুবক।
লাশ কাটা ঘরে জল্লাদটার যেন অবসর নেই
টুকরো টুকরো করে চলে যুবকের হৃদপিন্ড
ছিন্নভিন্ন করে ফেলে প্রেমিকের ভালোবাসা।
তুমি ভালবাসনি বলে শহর জুড়ে চলছে অবরোধ
অথচ, তুমি কি অবলীলায় না বললে
কেউ ভালোবাসেনি, কেউ ভালোবাসে না।