আবার আসিবো গ্রীস্মের শেষে
অথবা কোন এক বর্ষায়।
আমি আসিবো ফিরে,
শৈশবে কাটানো স্মৃতির ভিড়ে।
পড়ন্ত বিকেলে বসবো
চৌধুরী পাড়ার তেতুল গাছের নিচে,
কিংবা উত্তরপাড়ার কালভার্টে।
হেঁটে যাবো পরিচিত মানুষের ভিড়ে,
দু-চোখ ভরে দেখবো মাঠঘাট,
অনুভবে থাকবে প্রকৃতির বৈরী রূপ।
একান্ত কিছু সময় কাটবে পুকুর পাড়টায়,
যেখানে আমি প্রথম সাঁতার শিখেছিলাম।
তারপর চলে যাবো বাজারে
নূরের দোকান কিংবা স্কুল মাঠে।
মেতে উঠবো নস্টালজিক স্মৃতিতে,
ভাই বেরাদর আর বন্ধুদের সাথে।