Review This Poem

আমি আমাতেই হই মত্ত
আমার মাঝেই সৃষ্টি,আমিই ধ্বংস
কেউ না জানুক,কেউ না মানুক
নিজ পূঁজে নিজেই তুষ্ট।
আমিই সর্ব উচ্চ
আমার কাছে নতজানু হিমালয় শৃঙ্গ
আমিই তুষার আমিই ঊষার
আমি শ্রেষ্ঠ সৃষ্টি বিধাতার।
কেবল সেটাই সঠিক যা আমি জানি
আমার অল্প বিদ্যা ভয়ংকরি
প্রলয়কারী আমার রাগ
যে মানে না, সে নিপাত যাক
যতসব মূর্খের দলাদলি
আমি কি থোড়াই কেয়ার করি।
আমিই সর্বেসর্বা সর্বজ্ঞানী
আমার আমিটা বড্ড অহংকারী।

আমার ঢোল আমিই পেটাবো
খাল ফাটিয়ে স্বাদ মেটাবো
তোরা কে হে বলতে আসিস?
নিজ দোষেই পতন হব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments