আমি চাই আমার জন্য তোমার হৃদয়ে ভালবাসা জন্মাক
ও হৃদয়ে চাষ হোক গোলাপের,
আমি কেবলি চাই আবার একটি দীর্ঘ রাত হোক
আমি আঙুলে আঙুলে ছুঁই- নিঃশ্বাসে প্রশ্বাস ডুবিয়ে দেই।
আমি চাই তুমি আমি মিশে যাই এই উত্তপ্ত যৌবনের নষ্ট ধারায়
তোমার গভীর নাভিমূল কেঁপে উঠুক আমার রুক্ষ ঠোঁটের ছোঁয়ায়
তোমার জরায়ুতে আমি চাষ করি বিশুদ্ধ ফুলের,
শুরু হোক আমাদের তুমুল সঙ্গম-
জানালার বাহিরে চাঁদটা ঝরে যাক
আমাদের না বলা অজস্র গল্প শেষ হোক
উঠুক নতুন সূর্য একটা স্নিগ্ধ ভোর হোক
আমি তোমাতে হেরে গিয়েও বিজয়ীর হাসি নিয়ে তোমাতে মিশে যাই
এক পৈশাচিক আনন্দ নিয়ে তোমার বুকে ঘুমিয়ে যাই
এক নির্ঘুম রাত্রির ইতিহাস লেখা হোক
তোমার ঐ অভিমানি ঠোঁটে জন্মে জরায়ুতেই আমি মরে যাই।
2022-10-26