পথ থেকে পথে কাকে খুঁজি, আত্মশুদ্ধির আত্মসাধনে।
এলোমেলো এ পথের শেষ কোথায়, শেষ পথ কোনটা?
ঠিক আর কতটা পথ হাটতে হবে, আর কতটা পথ চলতে বাকি!
আমার গন্তব্য কোথায়, ঠিক কখন আমি থমকে যাব!
মৃত্যু এক রহস্য, আর জীবন সেই রহস্যের জাল।
কার ঘরে কে থাকে
কেউ কি জানে
কার দেহে কার বসবাস!
আমার আমিত্বকে হারিয়ে
নিজ দেহে কে কাকে ধারণ করে রাখে!
মস্তিস্কবিকৃত রোগে আমি আক্রান্ত
নিজ ঠিকানা ভুলে হারিয়ে যাই
নিষিদ্ধ পথের বাঁকে।
আমার বসবাস কোথায়?
আমার ঘরে না আমার ধরে!
2022-10-26