4.2/5 - (69 votes)

কুহেলীর দোলায় চ’ড়ে
এলো ঐ কে এলো রে?
মকরের কেতন ওড়ে
শিমুলের হিঙুলে বনে।
পলাশের গেলাস – দোলা
কাননের রংমহলা,
ডালিমের ডাল উতলা
লালিমার আলিঙ্গনে।।

না যেতে শীত – কুহেলী
ফাগুনের ফুল – সেহেলি
এলো কি? রক্ত – চেলী
করেছে বন উজালা।
ভুলালি মন ভুলালি
ওলো ও শ্যাম – দুলালী
তমালে ঢাললি লালী
নীলিমার লাল দেয়ালা।।

ওলো এ ব্যস্ত – বাগীশ
মাধবের নকল – নবীশ
মধুরাত নাই হ’তে– ইস্
মাধবীর কুঞ্জে হাজির !
বলি ও মদন – মোহন !
না যেতে শীতের কাঁপন
এলে যে, থালায় এখন
ভরিনি কুমকুম আবীর।।

হা – রা – রা হোরীর গীতে
মাতি নি আজও শীতে
অধরের পিচকিরিতে
পুরিনি গানের হিঙুল।
গাহে নি কোয়েল সখি–
‘মর লো গরল ভখি !’
এখনি শ্যাম এলো কি
আসেনি অশোক শিমুল।।

ওলো দ্যাখ্ শ্যামের পিছে
এসেছে কে এসেছে
দুলে কার চেলীর লালী !
তখনি বলেছি ভাই
আমাদের এ মান বৃথাই,
এলে শ্যাম আসবেনই রাই–
শ্রীমতী শ্যাম্ দুলালী।।

পউষের রিক্ত শাখায়
বঁধূ যেই বংশী বাজায়
নীল বন লাল হয়ে যায়
ফুলে হয় ফুলেল আকাশ।
এলে শ্যাম বংশী – ধারী
গোপনের গোপ – ঝিয়ারী
ফুল সব শ্যাম – পিয়ারী
ভুলে যায় ছার গেহ – বাস।।

সাতাসে – মাঘ – বাতাসে
যদি ভাই ফাগুন আসে
আঙনে রঙন হাসে
আমাদের সেই তো হোরি !
শ্রীমতীর লাল কপোলে
দোলে লো পলাশ দোলে
পায়ে তার পদ্ম ড’লে
দে লো বন আলা করি।।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Ayan Basu
Ayan Basu
1 month ago

Eai kobtata amr kachhe boddo priyo, eai kobita amk amr babr kotha mone koriye dey, kobita ta porle baba k abr dekhte pae….

Debjani Paul
Debjani Paul
1 month ago

As a reader it is a very good poem

Kolahol
Kolahol
2 years ago

Good কবিতা।