ওগো আজ কেন মন উদাস এমন কাঁদছে পূবের হাওয়ার পারা ।
কে যেন মোর নেই গো কাছে কোন প্রিয় মুখ আজকে হারা ।।
দিকে দিকে বিবাগী মন
খুঁজে ফেরে কোন প্রিয়জন ?
কোথায় সে মোর মনের – মতন
বুকের রতন নয়নতারা ।।
ঘর – দুয়ার আজ বাউল যেন শীতের উদাস মাঠের মত ,
ঝরছে গাছে সবুজ পাতা আমার মনের – বনের যত।
যেথাই থাকো , জানি আমি,-
হে মোর সুদূর জীবন – স্বামি!
সন্ধ্যে হ’লে আসবে নামি’
মুছিয়ে দেবে নয়ন – ধারা ।।