Review This Poem

স্বরবর্ণের ছড়া
———————
—-নজরুল ইসলাম খান

অ এ অলি, আ এ আম,
আম খেয়ে খাবো জাম ।
ই এ ইঁদুর, ঈ এ ঈগল,
ঈগল ওড়ে অনর্গল ।
উ এ উদ্ভিদ , উ এ উট,
উট দেয় লম্বা ছুট ।
অ আ ই ঈ উ ।

ঊ এ ঊষা, ঋ এ ঋণ ,
ঋণে আনে দুঃখের দিন ।
এ তে একা, ঐ এ ঐক্য ,
ঐক্য করবো সব পক্ষ ।
ও এ ওভেন, ঔ এ ঔষধ ,
ঔষধে যায় রোগের বিপদ ।
ঊ ঋ এ ঐ ও ঔ ।

১৪/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments