Review This Poem

মিথ্যা দম্ভ
————–
—-নজরুল ইসলাম খান

দাউদ মিয়ার টাউট ছেলে ঘোরে যে মুড নিয়ে ।
বলে বেড়ায় কী আর হবে লেখাপড়া দিয়ে ।
সবুর চাচার বড় ছেলে ভার্সিটি পাস করে।
এখনও সে পায়নি চাকরি এত বছর ধরে ।
সামাদ ভাইয়া বেকার হয়ে বসে আছে ঘরে ।
লক্ষ লক্ষ বেকার যুবক ধুঁকে ধুঁকে মরে ।
লেখাপড়া শিখে কারো হয় না বাড়ি-গাড়ি ।
কালু যেমন কোটিপতি কোরে কন্টাক্টারি ।
সিন্ডিকেট ও চাঁদাবাজি কোরে নাজিমুদ্দিন ,
হাজার কোটি টাকার মালিক সাথে মেরে ব্যাংক ঋণ ।
চাকরি হলে কত টাকা বেতন বা সবাই পায় ।
ঐ টাকা তো দিনে আমার চা সিগারেটে যায় ।
তাদের চেয়ে আমি দেখ আছি কত সুখে ।
খেয়ে দেয়ে ঘুরে বেড়াই সাহস নিয়ে বুকে ।
দু’দিন পরে রাজনীতিতে লিখিয়ে দেবো নাম ।
নির্বাচিত হয়ে সবার নেবো শুধু সালাম ।
তখন দেখবে আমার পিছে ঘুরছে শিক্ষিতরা ।
কষ্ট করে লেখাপড়া কেন করে ওরা ?

দাউদ মিয়ার টাউট ছেলে করে আজব দম্ভ।
লেখাপড়ায় এখন না কি নেই যে কোন গর্ব ।
মনে হবে কথাটা নয় মিথ্যা দিয়ে ঘেরা ।
কিন্তু, একদিন শিক্ষিতরা হবে সবার সেরা।

২৬/০৬/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments