Review This Poem

ব্যঞ্জনবর্ণের ছড়া
————————–
—-নজরুল ইসলাম খান

ক এ কলা, খ এ খই,
খই খাই দিয়ে দই ।
গ এ গরু, ঘ এ ঘোড়া,
ঘোড়া দেখ জোড়া জোড়া।
ঙ এ ব্যাঙ, ঙ এ রঙ,
রঙ দিয়ে আঁকি ব্যাঙ ।
ক খ গ ঘ ঙ ।

চ এ চড়ুই, ছ এ ছাতা,
ছাতা দিয়ে ঢাকি মাথা ।
জ এ জোনাক, ঝ এ ঝাল ,
ঝাল খেলে পোড়ে গাল ।
ঞ এ মিঞা, ঞ এ মিঞ,
দুধ মিঞর খুব প্রিয় ।
চ ছ জ ঝ ঞ ।

ট এ টিক, ঠ এ ঠিক,
ঠিক হলে দাও টিক ।
ড এ ডালিম, ঢ এ ঢোল,
ঢোল বাজলে শোরগোল ।
ণ এ তৃণ , ণ এ হরিণ ,
হরিণ কাটায় ভয়ে দিন ।
ট ঠ ড ঢ ণ ।

ত এ তাল, থ এ থাল,
থাল ভরা গোলা তাল ।
দ এ দাঁত, ধ এ ধান ,
ধান কাটতে গায় গান।
ন এ নৌকা, ন এ নদী ,
নদী চলে নিরবধি ।
ত থ দ ধ ন ।

প এ পাখি, ফ এ ফুল,
ফুল ফুটে মশগুল ।
ব এ বই, ভ এ ভাই ,
ভাই আমার চাই ই চাই ।
ম এ মা, ম এ মামা,
মামা পরে লাল জামা ।
প ফ ব ভ ম ।

য এ যকৃৎ, র এ রাত ,
সারারাত ধারাপাত ।
ল এ লিচু, শ এ শোল ,
শোল মাছের খাব ঝোল ।
ষ এ ষোলো, ষ এ ষাঁড়,
ষাঁড়ের আছে মোটা ঘাড়।
য র ল শ ষ

স এ সাপ, হ এ হাতি,
হাতি আমার হবে সাথী ।
ড় এ ঝড় , ঢ় এ আষাঢ়
আষাঢ়ে হয়ো না অসাড়।
য় এ আয়না, য় এ ময়না,
ময়নার গায়ে নতুন গয়না ।
স হ ড় ঢ় য় ।

ৎ এ সৎ ং এ ঢং
ঢং সেজে চিৎপটাং
ঃ এ দুঃখী , ঁ এ চাঁদ
চাঁদের হাসির ভাঙলো বাঁধ।
ৎ ং ঃ ঁ

১৩/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments