ফাগুন এসে
—————–
—-নজরুল ইসলাম খান
বনে বনে ফুল ফুটেছে,
গাছে গাছে পাখি।
দখিন দ্বারে সমীর বহে,
কেমনে ঘরে থাকি?
ফুলের গন্ধে ঘুম আসে না,
উদাস হয়েই রই।
মাঘের শেষে ফাগুন এসে,
জাগালো যে হৈচৈ।
১৭/০২/২০২৩
ফাগুন এসে
—————–
—-নজরুল ইসলাম খান
বনে বনে ফুল ফুটেছে,
গাছে গাছে পাখি।
দখিন দ্বারে সমীর বহে,
কেমনে ঘরে থাকি?
ফুলের গন্ধে ঘুম আসে না,
উদাস হয়েই রই।
মাঘের শেষে ফাগুন এসে,
জাগালো যে হৈচৈ।
১৭/০২/২০২৩