হাঁসের ছানাগুলো বৃষ্টি মেখে বসে আছে পুকুর পাড়ে।আজানের ধ্বনিতে সুনসান নিরবতা। ঠিক তখন
বুকফাটা ভারী আর্তনাদ; আমাকে দুঃখ শোনাতে চাও-
: ততটুকুই বললে অপরিণত থেকে পরিণত হই।
কষ্ট পুষে ফুঁপিয়ে ফুঁপিয়ে একবার। কিংবা প্রয়োজনে।
শুধু সুখের নিশ্চয়তা; মাথা রেখে বুক ভিজিয়ে কাঁদো-
: কান্নায় তোমার দুঃখ ছাড়া স্পষ্ট হয় না কিছুই।
কাঁদো! এখনেই সময়
স্বাবলম্বী হও তোমার সুখে
সমাজবিজ্ঞান উল্টে রেখে- আমার ‘ভালোবাসা’ বীমা করি।