আর কত দুঃখগুলো সাবালক হবে
ভীষণ অসুখে কাতরাবে আমার প্রিয় স্বাধীনতা
অর্ধনগ্ন পোষ্টারের বুঝা বয়ে বেড়াবে নিষ্পাপ দেয়ালিকা
সভ্যতার আদিপাড়ায় বাঁজবে বিষাদের সানাই
দেখবো সভ্যতার নামে লাগামহীন অসভ্যতার চর্চা
শক্ত উঠোন দখল করে তোমাদের অসুর নৃত্য
জল্লাদের উল্লাস আর অসাংবিধানিক কর্মকান্ড
দেখবো দূর্নীতিতে আকাশ ছোঁয়ার জঘন্য কাহিনী
এলকোহল মিশ্রিত তোমাদের নাট্যকীয় সংলাপ
মিছিল মিটিং হরতালের নামে অপবিদ্রোহের স্লোগান
বুটের থমথমে শব্দে কম্পিত পিচ ঢালা অশান্ত রাজপথ
ধর্মগ্রন্থ ছুঁয়ে বুক ফুলিয়ে মিথ্যা স্বাক্ষ্য দিতে
দেখবো অন্ধ আইনের চক্ষু দানের প্রতিশ্রুতি
আর অর্থের কাছে রায় বিক্রি হওয়ার গল্প
বিশ্ব বিবেকের ছানি পড়া চোখে নির্বাক দর্শন
শিয়াল শকুনের দিন দুপুরে অকল্পনীয় উৎপাত
কোটাহীন স্বপ্নগুলোর কাতর কন্ঠে বিলাপ
নীতিহীন পুঁথিগত বিদ্যার প্রবাদ বচন
এসিডে ঝলসে যাওয়া বোনের আরশ কাঁপানো চিৎকার
দিন মজুর ভাইয়ের বুকভরা আর্তনাদ
আর দুঃখের দামে কিনে নিতে সাত স্তবক আসমান
ভুল ফুলে পূজারত তোমাদের বিগড়ে যাওয়া মস্তিষ্ক
ভাড়াটে জনতার সম্মুখে তোমাদের গীতা পাঠ
তোমাদের এই যুদ্ধ যুদ্ধ নরকীয় খেলা
সমাজের নামে মাংস বিলিতে দায়িত্বের ইতিটান