Review This Poem

আর কত দুঃখগুলো সাবালক হবে
ভীষণ অসুখে কাতরাবে আমার প্রিয় স্বাধীনতা
অর্ধনগ্ন পোষ্টারের বুঝা বয়ে বেড়াবে নিষ্পাপ দেয়ালিকা
সভ্যতার আদিপাড়ায় বাঁজবে বিষাদের সানাই

দেখবো সভ্যতার নামে লাগামহীন অসভ্যতার চর্চা
শক্ত উঠোন দখল করে তোমাদের অসুর নৃত্য
জল্লাদের উল্লাস আর অসাংবিধানিক কর্মকান্ড
দেখবো দূর্নীতিতে আকাশ ছোঁয়ার জঘন্য কাহিনী

এলকোহল মিশ্রিত তোমাদের নাট্যকীয় সংলাপ
মিছিল মিটিং হরতালের নামে অপবিদ্রোহের স্লোগান
বুটের থমথমে শব্দে কম্পিত পিচ ঢালা অশান্ত রাজপথ
ধর্মগ্রন্থ ছুঁয়ে বুক ফুলিয়ে মিথ্যা স্বাক্ষ্য দিতে

দেখবো অন্ধ আইনের চক্ষু দানের প্রতিশ্রুতি
আর অর্থের কাছে রায় বিক্রি হওয়ার গল্প
বিশ্ব বিবেকের ছানি পড়া চোখে নির্বাক দর্শন
শিয়াল শকুনের দিন দুপুরে অকল্পনীয় উৎপাত

কোটাহীন স্বপ্নগুলোর কাতর কন্ঠে বিলাপ
নীতিহীন পুঁথিগত বিদ্যার প্রবাদ বচন
এসিডে ঝলসে যাওয়া বোনের আরশ কাঁপানো চিৎকার
দিন মজুর ভাইয়ের বুকভরা আর্তনাদ

আর দুঃখের দামে কিনে নিতে সাত স্তবক আসমান
ভুল ফুলে পূজারত তোমাদের বিগড়ে যাওয়া মস্তিষ্ক
ভাড়াটে জনতার সম্মুখে তোমাদের গীতা পাঠ
তোমাদের এই যুদ্ধ যুদ্ধ নরকীয় খেলা
সমাজের নামে মাংস বিলিতে দায়িত্বের ইতিটান

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments