Review This Poem

ওই হরিণী চোখের মায়াবি চাহনি
দিঘল কালো কেশের অবাধ্য ঝাপটা
মুক্তা ঝরা হাসিতে বেজে উঠা পিয়ানো
সৌন্দর্য দ্বিগুণ করে দেওয়া কালো টিপ
বারবার আমাকে হাতছানি দিয়ে ডাকে

মধ্য রাতে ঘর হতে বের করে আনে
তোমাতে ডুবে ভুলে যাই বাড়ি ফেরার তাড়া
ফুরসতহীন তোমার নামের নামতা জপি
তোমার ভাবনায় বেখেয়ালে পড়ে থাকি পথ চেয়ে
আঙুলগুলো পেতে চায় তোমার আঙুলের ছোঁয়া

কাঙাল হৃদয় তোমার চোখের কাজল হবে বলে
রোজই ভালোবাসার জোর দাবিতে
একগুচ্ছ গোলাপ আর চোখভরা কথা নিয়ে
আমার বেলকনিতে গিয়ে ভীড় জমায়
হৃদয়ের অভিধান খুঁজি দেখি একটাই শব্দ তুমি

তোমার হৃদয়ের উঠোন থেকে বলছি
তুমি রুদ্ধদ্বার খুঁলে আমাকে ধৃত করো
ভালোবাসার অপরাধে দিয়ে দাও যাবজ্জীবন সাজা
আমাকে সযত্মে রেখে দাও তোমার হৃদয়ের ফুলদানিতে
মৃত্যু অব্ধি থেকে যাব ভুলে যাবো বাড়ি ফেরার তাড়া

আমি নীড়হারা পাখি তোমার আকাশেরই ডানা ঝাপটাই
নাটাই বন্ধি ঘুড়ির মত তোমার হাতেই উড়ি
আমাকে তোমার হৃদয়ের নীড়ে একটু জায়গা দাও
সন্ধ্যা নামার আগে নাটাই গুটিয়ে টেনে নাও কাছে
তুমি ছাড়া আমার আর কোন গন্তব্য নেই

তুমিহীন জীবন কোকিলহীন বসন্তের মতই জঘন্য
এভাবে আর কত পাড়ি দিবো কোকিলহীন বসন্ত
হৃদয়ের দ্বার খুলে বসে রবো আশার প্রদীপ জ্বেলে
এসো, তুমি এসে আঙুল ছুঁয়ে দাও জড়িয়ে নাও বুকে
তোমার স্পর্শে সারিয়ে দাও বুকের ভিতর না পাবার ক্ষত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments