যে বয়সে তোমার পুতুল নিয়ে খেলা করার কথা
অথচ তার বদলে তুমি বেছে নিলে এই কাঙাল হৃদয়
হৃদয়ের বীজতলায় ছিটিয়ে দিলে অগণিত দুঃখ
প্রতিটি প্রহর লাঙল চালিয়ে করলে দুঃখের আবাদ
উড়ন্ত পাখিটির পায়ে পড়িয়ে দিলে লোহার বেড়ি
বিষের বাঁশরীতে সুর তুলেছো সকাল হতে সন্ধ্যা
বিষের তীব্র যন্ত্রণায় মাটিতে গড়ায়েছি অষ্ট প্রহর
অগণিতবার কাজল কালো চোখের চাহনিতে খুন হয়েছি
বারোমাসি অবহেলার শিলা বৃষ্টিতে ভিজিয়েছো দু’চোখ
তবুও তোমার শহরে চর্কির মত ঘুরেছি চেয়েছি জীর্ণ কুটির
নরম কোমল হাত আর একমুঠো বিশুদ্ধ প্রেম
চেয়েছি শুধু হৃদয় দিয়ে স্পর্শহীন ছুঁয়ে দিতে তোমার হৃদয়
ভালোবাসার স্ক্যাচ হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম
নিয়ম মাফিক বসন্তের পর হয়েছে বসন্তের পালা বদল
অথচ একাকীত্বের অনলে শ্মশান তল্লাটে পুড়েছে আমার হৃদয়
কালো মেঘের আঁচল গিলে খেয়েছে সবটুকু আলো
চেনাপথের দূর্বা মাড়িয়ে নীল শাড়িতে তবুও তুমি এলে না
ভালোবাসার টানা লোডশেডিংয়ে ভুগেছি অনন্তকাল
মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি সহস্র বার
বেদনার পিদিম জ্বলে পাড়ি দিয়েছি দীর্ঘ রজনী
আর আশার রোমালে মুছেছি শ্রাবনী দু’চোঁখ